অটোরিকশা চুরির অভিযোগে ঢাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গণমঞ্চ প্রতিবেদক, ময়মনসিংহ

ঢাকা থেকে প্রাইভেট কারে এসে ময়মনসিংহে সংঘবদ্ধভাবে অটোরিকশা চুরি করতো একটি প্রতারক চক্র। র‌্যাব-১৪ এর অভিযানে চক্রের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২২ জুলাই ময়মনসিংহ শহরের দাপুনিয়া এলাকা থেকে মো. জাকির হোসেন নামের এক চালকের অটোরিকশা কৌশলে চুরি হয়। এক নারী যাত্রীর সহায়তায় অচেনা ব্যক্তি চালকের মোবাইল ও অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সেই নারীও একটি প্রাইভেট কারে চড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে র‌্যাব। অভিযানে শনিবার রাতে গৌরীপুর ও তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য শাহিদ (৩০), রেহেনা আক্তার সাদিয়া (৩৫), মো. মোস্তফা (৬২) ও মো. মোস্তফা (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মোস্তফা (৩৯) স্থানীয়ভাবে চোরাইকৃত অটোরিকশার যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন এবং কখনও রং বদলে বিক্রির জন্য বাজারজাত করতেন।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এমন প্রতারণা ও চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *