দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে গেল ইরান ও ইসরায়েল। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
মঙ্গলবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে এই যুদ্ধবিরতির সূচনা হলেও এখনও চুক্তির সময় ও শর্ত নিশ্চিত করা হয়নি।
কবে, কখন এবং কী শর্তে এই বিরতি কার্যকর হয়েছে—তা নিয়ে একেক পক্ষ বলছে একেক কথা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরাইল একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। একই সঙ্গে এই চুক্তি লঙ্ঘন না করতে উভয় পক্ষকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।