আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান এফ রহমান, শিবলী রুবায়াত আজীবনের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজীবনের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি-র সাবেক চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান, বিএসইসি-র সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং সালমানের ছেলে ও সাবেক আইএফআইসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে।

আজ (৩০ জুলাই) বিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড” বা “আইএফআইসি আমার বন্ড” সংক্রান্ত বিনিয়োগকারী প্রতারণার ঘটনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে সালমানকে ১০০ কোটি টাকা এবং শায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বিএসইসি আরও জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবলী রুবায়াতকে শাস্তির আওতায় আনা হয়েছে আইএফআইসি বন্ড ও বেক্সিমকো গ্রিন সুকুক ইস্যুতে বিধি লঙ্ঘনের কারণে। সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিএসইসি-র ৯৬৫তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি-র তদন্ত কমিটি জানায়, আইএফআইসি ব্যাংক শুধুমাত্র শ্রীপুর টাউনশিপ বন্ডের গ্যারান্টর ছিল। কিন্তু “আইএফআইসি আমার বন্ড” নামে প্রচার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয় যেন ব্যাংকটি নিজেই বন্ডটি ইস্যু করেছে। প্রকৃত ইস্যুকারী শ্রীপুর টাউনশিপ লিমিটেড মাত্র কয়েক মাস আগে নিবন্ধিত হয়েছিল এবং তারা পুঁজির ২৪৮ কোটি টাকা চার দিনের মধ্যে নগদে তুলে নেয়।

আইএফআইসি ব্যাংক ও এর কয়েকজন সাবেক পরিচালককে সতর্ক করা হয়েছে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার সম্পর্কিত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আমার বন্ড রেটিং দেওয়া ক্রেডিট রেটিং এজেন্সি এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি সালমান এফ রহমানসহ ৬০ জনের নাম প্রকাশ করেছিল যারা বাজার কারসাজির মাধ্যমে মুনাফা করেছিল।

বর্তমানে সালমান এফ রহমান কারাগারে আছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে।

অন্যদিকে শায়ানের অবস্থান অজানা। ধারণা করা হচ্ছে তিনি দেশত্যাগ করেছেন।

সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবায়াতকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালত কারাগারে পাঠায়। শিবলীর বিরুদ্ধে বাড়ি ভাড়া চুক্তি জালিয়াতি করে ১.৯২ কোটি টাকা ঘুষ নেওয়া, জাল রপ্তানি চুক্তি তৈরি করে অর্থপাচার এবং সঠিক ডকুমেন্ট ছাড়াই ব্যাংকের মাধ্যমে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার আনার অভিযোগ রয়েছে।

তার নামে থাকা সাভারের ১৫ কাঠা জমিতে নির্মিত ১০ তলা ভবনও আদালতের আদেশে জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *