প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জুলাই সনদ ও অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে কাজ চলছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর এক সংলাপে তিনি বলেন,
“এই সময়কাল নির্দেশ করবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে।”
সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন,
“আমি নিশ্চিত করে বলতে পারি, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এক দিনেরও দেরি হবে না।”
“প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যেভাবে সময়সূচি ঘোষণা করেছেন, সে অনুযায়ীই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ও পুরো মন্ত্রিসভা এ বিষয়ে একমত।”
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তির প্রেক্ষাপটে গুঞ্জন চলছে যে, প্রধান উপদেষ্টা শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।
গত সপ্তাহে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার উদ্ধৃতি দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা নাকি আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া ও তারিখ ঘোষণা করবেন।
এ বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল বলেন,
“নির্বাচন নিয়ে আগামী ৪-৫ দিনের মধ্যে কোনো ঘোষণা আসবে, এমন কিছু আমরা শুনিনি।”
“একজন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে এটি বলেছিলেন। ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা আমরা জানি না। আমরা সে দিনের বৈঠক নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।”
নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রেস সচিব বলেন,
“প্রথমে প্রধান উপদেষ্টা এপ্রিলের শুরুর দিকের কথা বলেছিলেন। এরপর লন্ডনে আমরা বলেছিলাম, যদি কিছু সংস্কার বাস্তবায়িত হয় এবং অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এখনো আমরা সেই অবস্থানেই আছি। এক দিনেরও দেরি হবে না।”