কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলার ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে কেরানীগঞ্জ উপজেলা।
রবিবার (২৭ জুলাই) কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী আটি ভাওয়াল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে দোহার উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করে কেরানীগঞ্জ। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ ব্যবধানে জয় পায় তারা। দুই ম্যাচে দারুণ নৈপুণ্যের মাধ্যমে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে দলটি। বিজয়ী দলের ১০ নম্বর জার্সিধারী রুবেল হোসেন অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা নির্বাচিত হন।
খেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তারুণ্যের উৎসব শুধু একটি খেলা নয়, এটি একটি চেতনার নাম। মাঠে তরুণদের উজ্জীবিত দেখা আমাদের আশাবাদী করে তোলে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের চরিত্র গঠনে ভূমিকা রাখে। প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
এর আগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাভার উপজেলাকে ৩-২ গোলে পরাজিত করে কেরানীগঞ্জ ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফাইনাল ম্যাচটি আগামী ২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। যেখানে কেরানীগঞ্জের প্রতিপক্ষ হিসেবে খেলবে ধামরাই উপজেলা। ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি প্রতীক্ষিত দ্বৈরথ হয়ে উঠেছে।