রংপুরে জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)।
সোমবার (৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বিচারিক বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি নাজরুল ইসলাম চৌধুরী, এই আদেশ দেন — আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার ছয়জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাদেরকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
হাজির হওয়া আসামিরা হলেন: এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
আদালত আগামী ২৭ আগস্ট প্রসিকিউশনের প্রাথমিক বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেছে।
৩০ জন আসামির মধ্যে কারাগারে থাকা ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ২৪ জন পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।