আজ ৫ জুলাই (শনিবার) জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ দেশ জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বগুড়ার সমাবেশ করেন।

সমাবেশে নাহিদ ইসলামের বক্তব্য বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি বলেন, বগুড়া ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার সুতিকাগার ছিল। এখান থেকেই বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। এই সভ্যতার পাদ্স্থলে আমরা দাড়িয়ে আছি সেটা এক সময় জ্ঞান বিজ্ঞানে, শিক্ষা ও সংস্কৃতিতে পুরো পৃথিবীতে পরিচিত ছিল । কিন্তু এখন বগুড়া দিকে তাকালে মনে হয় এখনও অনেক পিছিয়ে আছে। বগুড়ায় সিটি করপোরেশন থাকার কথা থাকলেও এখানের নাগরিকেরা নানান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আমরা বগুড়ায় এসে জানতে পেড়েছি বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরন করছে না। গনঅভূত্থানের পর আমরা চাই নিরপক্ষে প্রশাসন, নিরপেক্ষ আদালত। যদি আপনারা পুরোনো কায়দায় দলবাজ পুলিশ প্রশসানের মত কাজ করেন তার পরিনতিও কিন্ত দলবাজ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের প্রশাসনের মত হবে।

আপনারা যদি এক বছরের মধ্যে ভূলে যান ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভূল করছেন। এই বগুড়ায় কোন দলবাজ প্রশাসকের ও দলবাজ পুলিশের স্থান হবে না। গনমানুষের পক্ষে থাকতে হবে, কোন দলের পক্ষে থাকা যাবে না।
গণ অভূত্থানের পরে আমরা বলেছি, নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিষ্টেম লাগবে, আপনাদের পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না। আপনাদের চাদাবাজীর রাজনীতিতে, সন্ত্রাসের রাজনীতে আমরা অংশগ্রহণ করবো না।
তিনি আরও বলেন,
আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায়ে দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষেদের এগিয়ে আসতে হবে
এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, আপনাদের সামনে বিকল্প এসেছে। যেই বিকল্পের খোঁজে অপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে। এই বাংলাদেশে কেবল একটি নয় দুটি নয় অনেক রাজনৈতিক দল আছে কিন্ত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে।
জুলাই কেবল কোন আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য, এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।