জাতীয় সংলাপ কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ রোববার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
আলোচনার প্রথমার্ধে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানান আলী রিয়াজ।
তিনি বলেন, “আলোচনার প্রেক্ষাপটে কমিশন বসে একটি সংশোধিত ও একক প্রস্তাব তৈরি করেছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি হয়েছে।”
“প্রস্তাবিত খসড়ার ভাষাগত দিক ও অন্যান্য বিশদ বিষয়গুলো কমিশন পর্যালোচনা করবে এবং আগামীকাল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,” বলেন তিনি।
আলী রিয়াজ বলেন, “আমরা আশা করছি, শিগগিরই এ কাঠামো ও প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য জুলাই সনদ ৩১ জুলাইয়ের মধ্যে প্রস্তুত করা। আমরা এ মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই, রাজনৈতিক দলগুলোও একই লক্ষ্য ভাগ করে নিচ্ছে।”
সকালে একাডেমির সামনে তিন দফা দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া জুলাই বিদ্রোহে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “আমরা এ মানববন্ধন কর্মসূচির প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করছি।”
তিনি জানান, কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় সনদ তৈরির কাজ শুরু করেছে।
আলী রিয়াজ আরও বলেন, “প্রথম ও দ্বিতীয় ধাপের রাজনৈতিক সংলাপের মাধ্যমে কয়েকটি মূল বিষয়ে ইতোমধ্যে ঐক্যমত্য হয়েছে; কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে, যেগুলো ধারাবাহিক সংলাপের মাধ্যমে সমাধান করা হবে।”