আশুলিয়া, ঢাকা | ২৭ জুলাই ২০২৫
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে আশুলিয়া থানাধীন গোমাইল বাংলাবাজার স্কুল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম বানু বেগম (৬২)। তার স্বামীর নাম সিরাজ পলান এবং মাতার নাম মৃত ছালেহা।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত বানু বেগমের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ডিবির একজন কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।