সিলেটের শিক্ষার্থীরা আজ (২২ জুলাই) সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবি জানায়।
বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের সামনে মহাসড়কে বসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং পরে উপদেষ্টা ও সচিবকে অপসারণের দাবিতে সমবেতভাবে দোয়া মাহফিল করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষার সময়সূচি স্থগিতের ঘোষণায় দেরি করেছেন তারা।
এই অবরোধের কারণে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেলে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
এর আগে, রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এরপরও শিক্ষা মন্ত্রণালয়ের দেরিতে সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা সিলেট শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।
এক আন্দোলনকারী আলতাফ হোসেন বলেন, “এত শিক্ষার্থী প্রাণ হারালো, পুরো দেশ আজ শোকাহত। অথচ শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তারা সিদ্ধান্তহীনতায় ভুগলেন। এই শোক নিয়ে কীভাবে আমরা পরীক্ষা দেবো?
“রাত ৩টায় এসে স্থগিতের নোটিশ দিল—এটা কী দায়িত্বশীলতা?”
এরপর আন্দোলন আরও তীব্র হয়, যখন খবর আসে যে ঢাকায় সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে।