জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে। তারা হলেন– এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা কান ও চোখে আঘাত পেয়েছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, ‘রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার (দলীয় কেন্দ্রীয় কার্যালয়) থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। তিনি আরো বলেন, ‘সাদা রঙের একটি প্রাইভেটকারে থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসছে। এর আগে রোববার রাতেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সু্ষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।
আখতার হোসেনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাত সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। এছাড়া মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছেন। সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে।’ ঢাকার রমনা থানার এসআই মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনা শোনার পরই পুলিশ ফোর্স এনসিপি কার্যালয়ের সামনে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, প্রাইভেটকার থেকে একটি ককটেল ছোড়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।