প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ আম বিদেশে রপ্তানি হয়, তার ৭০ শতাংশই রাজশাহীর। চলতি বছরও ইউরোপসহ বিভিন্ন দেশে আম রপ্তানি শুরু হয়েছে। কিন্তু এ যাত্রায় নেই রাজশাহীর আম। গত তিন বছর লক্ষ্যমাত্রার মাত্র ২২ দশমিক ১১ শতাংশ আম রপ্তানি হয়েছে এই জেলা থেকে। ফলে বিপুল পরিমাণ আম বিদেশে পাঠাতে না পেরে লোকসানের মুখে পড়ছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ছয় হাজার ৭২০ টন। এর মধ্যে রাজশাহীতে ২০০ টন, চাঁপাইনবাবগঞ্জে ছয় হাজার টন, নওগাঁয় ৫০৫ টন এবং নাটোরে উৎপাদন হয়েছে ১৫ টন। চলতি বছর আমের রপ্তানি শুরু হলেও শুধু রাজশাহী জেলা থেকে রপ্তানি করা যায়নি।
কারণ হিসেবে চাষিরা বলছেন, বৃষ্টির কারণে আমের রং ভালো না হওয়ায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আম নিতে আগ্রহী নয়। ফলে এবার এ উপজেলার আম রপ্তানি হচ্ছে না। এ কারণে স্থানীয় ব্যবসায়ীরা হতাশার মধ্যে পড়েছেন।