ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড় অব্যাহত আছে। চার দিন আগে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে তাণ্ডব চালিয়ে ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এবার তার ব্যাটিং আগুনে পুড়ল অস্ট্রেলিয়ার লিজেন্ডসরা। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯৫ রানে।
হেডিংলিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং করতে নেমে ব্রেট লি, পিটার সিডল, ড্যান ক্রিস্টিয়ান, জশ হেস্টিংস, ডার্সি শর্টদের মতো বোলারদের মোকাবেলা করে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকান ডি ভিলিয়ার্স। ফিফটি করেন ২২ বলে। পরের ৫০ রান করতে মাত্র ১৭ বল খেলেন ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ৪৬ বলে ১৫ চার ও ৮ ছক্কার সাহায্যে ১২৩ রানের ইনিংস খেলেন সাবেক এই ক্রিকেটার।
ডি ভিলিয়ার্সকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার জেজে স্মিট। ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। পাওয়ারপ্লেতে ৭৮ রান তোলেন স্মিথ ও ডি ভিলিয়ার্স জুটি। মূলত তাদের উড়ন্ত সূচনার কারণেই বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।