ককটেল বিষ্ফোরণের কাঁপলো ঢাবি’র রাজু ভাষ্কর্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪) জুন রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকালও শাহবাগে এনসিপির কার্যালয়ের সামনে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন কে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তাঁর প্রতিবাদে তাৎক্ষণিক এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। আজও এই ঘটনায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সন্ত্রাসীদের আস্তানা ঢাবিতে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়,  মঙ্গলবার রাতে হঠাৎ ভাষ্কর্যের সামনে বিকট শব্দ শুনতে পান তারা। ঢাকসু নির্বাচন বাতিলের লক্ষ্যে ককটেল নিক্ষেপ হয়ে থাকতে পাড়ে বলেও জানান অনেকে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *