কামরাঙ্গীরচরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর কামরাঙ্গীরচরে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আবু বক্কর (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৯ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে, ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর কেরানীগঞ্জের কলাতিয়া খাড়াকান্দি এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ২২ জুন বিকেল ৩টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের এক রিকশাওয়ালার কাছ থেকে টাকা নেওয়াকে কেন্দ্র করে ভিকটিম রকি (২৯) ও অভিযুক্ত মেম্বর (৩৫) এর মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে ২৩ জুন রাত ১২টা ৫ মিনিটে, ভিকটিম রকি বেড়িবাঁধ বরিসুরঘাট সংলগ্ন একটি গ্যারেজের সামনে পৌঁছালে অভিযুক্ত মেম্বর, আবু বক্করসহ অন্যান্য সহযোগীরা মোটরসাইকেল থামিয়ে রকিকে চাকু দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২০, তারিখ- ২৩/০৬/২০২৫, ধারা ৩০২/৩৪)।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহায়তা চেয়ে অধিযাচনপত্র পাঠান।

RAB জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে আবু বক্করকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *