কেরানীগঞ্জ (ঢাকা) থেকে
দীর্ঘদিন যাবৎ নিজ পরিচয় গোপন করে অন্য এক চিকিৎসকের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল এই ভূয়া ডাক্তার। ডাঃ আবু ফরহাদ মাহবুব নামীয় একজন ডাক্তারের সনদ ও নিবন্ধন নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিল এই ব্যক্তি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধে সংশ্লিষ্ট ঐ ব্যক্তিকে হাতেনাতে ডাক্তার চেম্বার থেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অনেক চেষ্টা করেও আটক ব্যক্তির প্রকৃত নাম ও পরিচয় জানা যায়নি আটককৃত এটি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
গতকাল ২৪ (জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক সংলগ্ন মোল্লা মেডিকেল হল নামের একটি চেম্বার থেকে ঐ ভুয়া ডাক্তারকে আটক করা হয়।
সে দীর্ঘদিন ধরে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আবু ফরহাদ মাহাবুব যাহার (বিএমডিসি নম্বর-৬০৩০৬) পরিচয় ব্যবহার করে রোগী দেখে আসছিলেন।
অভিযানের নেতৃত্বে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। অভিযানকালে তিনি ভিডিও কলে ডা. আবু ফরহাদকে যুক্ত করলে তিনি অভিযোগ করেন, এই ব্যক্তিকে আগেও দেখেছি। তখনও সে আমার পরিচয় ব্যবহার করে কুমিল্লা জেলায় রোগীদের সঙ্গে প্রতারণা করেছিল।
জানা যায়, আনুমানিক তিন বছর ধরে ডা. মো. আবু ফরহাদ (মাহাবুব) এর পরিচয় ব্যবহার করে ঐ প্রতারক কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আল-বারাকা মডেল হাসপাতালেও রোগী দেখে আসছিলেন। ইতিপূর্বে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে তাকে অপসারণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া গণমাধ্যমক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঐ ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করা হয়। গতকাল সন্ধ্যায় রোগী দেখার সময় তাকে হাতেনাতে আটক করি। তার জাতীয় পরিচয়পত্র, চিকিৎসক সংক্রান্ত কাগজপত্র ও নিবন্ধন ভুয়া। তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।