বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খালেদা জিয়ার কণ্ঠ নকল করে নিজেকে তার ‘লিয়াজোঁ কর্মকর্তা’ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী মোটাল্লেস হোসেন নামে এক ব্যক্তির ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
এই অ্যাকাউন্টগুলো থেকে মোট ৫ কোটি ৩ লাখ টাকা সাময়িকভাবে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জাসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির তদন্ত প্রতিবেদন, প্রাপ্ত নথি ও ব্যাংক অ্যাকাউন্ট বিশ্লেষণে দেখা গেছে যে মোটাল্লেস হোসেন এবং তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সিআইডি বর্তমানে তার স্থাবর সম্পদ ও আর্থিক কার্যক্রম খতিয়ে দেখছে, যাতে অর্থপাচার বা অবৈধভাবে অর্জিত সম্পদের কোনো যোগসূত্র আছে কি না, তা নির্ধারণ করা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার শিকারদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই সংঘবদ্ধ চক্রে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।