গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

মোস্তাকিন হোসেন, জয়পুরহাট

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের সহযোগীতায় ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন প্রতিবন্ধীরা। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রতিবন্ধীদের বর্তমান যুগের সাথে এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানান। শেষে প্রতিবন্ধীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম, সহকারি পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *