জর্ডানীয় সেনাবাহিনী জানিয়েছে, রোববার (২৭ জুলাই) দুইটি জর্ডানীয় ও একটি সংযুক্ত আরব আমিরাতের বিমান গাজা উপত্যকায় ২৫ টন মানবিক ত্রাণ ফেলে গেছে।
এক বিবৃতিতে জর্ডান সেনাবাহিনী জানায়, “রোববার জর্ডান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় তিনটি বিমান থেকে মানবিক ও খাদ্য সহায়তা সরবরাহ করেছে, যার একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে পরিচালিত।” তারা আরও জানায়, মোট ২৫ টন ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।
এদিকে, জাতিসংঘের মানবিক ত্রাণ প্রধান টম ফ্লেচার রোববার ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, যেখানে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তার জন্য নিরাপদ স্থলপথ উন্মুক্ত করা হয়েছে।
“গাজায় আমাদের ত্রাণ পৌঁছাতে মানবিক বিরতির ঘোষণাকে স্বাগত জানাই,” সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বলেন ফ্লেচার।
“মাঠে থাকা আমাদের দলগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা এই স্বল্প সময়ের সুযোগে যত বেশি ক্ষুধার্ত মানুষকে সম্ভব সাহায্য করার চেষ্টা করব।”
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (OCHA), যার নেতৃত্বে আছেন ফ্লেচার, আগেই সতর্ক করেছিল যে গাজার পরিস্থিতি “ইতোমধ্যেই ভয়াবহ এবং দ্রুত অবনতির দিকে যাচ্ছে।”
OCHA এক বিবৃতিতে জানায়, “ক্ষুধা পরিস্থিতি আরও গভীর হচ্ছে।” সংস্থাটি জানায়, অপুষ্টি ও খাদ্যাভাব রোগের ঝুঁকি বাড়ায় এবং দ্রুত মৃত্যুও ঘটাতে পারে।
তারা আরও জানায়, “যেসব সামান্য ত্রাণ গাজায় ঢুকছে তা বিশাল চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।”
OCHA জানায়, তাদের দল প্রস্তুত রয়েছে যেন যত দ্রুত সম্ভব সরবরাহ কার্যক্রম বাড়ানো যায় — যদি কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি দেয়।
বিবৃতিতে বলা হয়, “যদি ইসরায়েল সীমান্ত খুলে দেয়, জ্বালানি ও যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেয়, এবং মানবিক কর্মীদের নিরাপদে কাজ করতে দেয়, তাহলে জাতিসংঘ খাদ্য, চিকিৎসা, পানি, পয়ঃনিষ্কাশন, পুষ্টি সরঞ্জাম ও আশ্রয় সামগ্রীর বিতরণ দ্রুততর করতে পারবে।”
OCHA আরও জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষের আরোপিত সীমাবদ্ধতার কারণে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উদাহরণস্বরূপ, বৃহস্পতিবার গাজার ভিতরে ১৫টি ত্রাণ মিশনের অনুমতি চাওয়া হলেও চারটি সরাসরি প্রত্যাখ্যাত হয়, তিনটি ব্যাহত হয়, একটি স্থগিত হয় এবং দুইটি বাতিল করতে হয়। ফলে মাত্র পাঁচটি মিশন সফলভাবে পরিচালিত হয়।
শুক্রবার, OCHA একটি সাহায্য পরিকল্পনা প্রকাশ করে, যা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষেত্রে কার্যকর হবে।