গুগল সার্চে ভেসে উঠছে ChatGPT চ্যাট – ব্যক্তিগত তথ্য ফাঁসের শঙ্কা

গুগল, বিংসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে যদি আপনি শুধু “https://chatgpt.com/share” ডোমেইনের URL ফিল্টার করেন, তাহলে অন্য মানুষের ChatGPT-তে করা চ্যাট খুঁজে পাওয়া যায়—এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে টেকক্রাঞ্চ।

এই ধরনের শেয়ার করা চ্যাট লিংক অনেক সময় সাধারণ বিষয়বস্তু নিয়ে হয়—কেউ তাদের বাথরুম সংস্কারের পরামর্শ চায়, কেউ আবার জ্যোতির্পদার্থবিদ্যা বোঝার চেষ্টা করেন বা রান্নার রেসিপি খোঁজেন।
কিন্তু অন্য ক্ষেত্রে, এক ব্যক্তি চাকরির আবেদনপত্রের জন্য নিজের জীবনবৃত্তান্ত (রিজুমে) নতুন করে লেখানোর অনুরোধ করেন ChatGPT-কে। টেকক্রাঞ্চের তথ্যমতে, ঐ ব্যক্তির লিংকডইন প্রোফাইল সহজেই ওই চ্যাট থেকে খুঁজে পাওয়া গিয়েছে এবং সম্ভবত তিনি ঐ চাকরিটি পাননি।

আরও একটি শেয়ার করা চ্যাটে দেখা যায়, একজন ব্যবহারকারী ChatGPT-কে কটাক্ষ করে প্রশ্ন করছেন, যেমন: “মাইক্রোওয়েভে ধাতব ফর্ক রাখা যাবে কি?” এরপর তিনি AI-কে একের পর এক আজব ও বিদ্রূপপূর্ণ প্রশ্ন করেন। চূড়ান্তভাবে, ChatGPT তাকে একটি গাইড তৈরি করে দেয়, যার শিরোনাম: “কীভাবে মাইক্রোওয়েভ ব্যবহার করবেন যাতে শয়তান না আসে: একজন শুরুর দৃষ্টিকোণ থেকে।”

তবে OpenAI জানিয়েছে, ChatGPT স্বয়ংক্রিয়ভাবে এসব চ্যাট প্রকাশ করে না
কোনও চ্যাট “/share” URL যুক্ত হয় শুধুমাত্র তখনই, যখন ব্যবহারকারী নিজে থেকে “শেয়ার” বাটনে ক্লিক করেন এবং এরপর “লিংক তৈরি করুন” অপশন বেছে নেন। OpenAI পরিষ্কার করেছে: “আপনার নাম, কাস্টম নির্দেশনা এবং শেয়ারের পর যোগ করা কোনও বার্তা ব্যক্তিগতই থাকবে।”

লিংক তৈরি করার সময়, ব্যবহারকারীরা চাইলেই নির্ধারণ করতে পারেন ওই লিংক সার্চ ইঞ্জিনে খোঁজার যোগ্য (discoverable) হবে কি না।
তবে অনেকেই অনুমান করেন না যে এসব লিংক পরে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হতে পারে এবং তাতে ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা থেকে যায়।

এ ধরনের ফাঁসের ঘটনা পুরোপুরি নতুন নয়। গুগল ড্রাইভের যেসব ডকুমেন্ট “Anyone with the link can view” সেটিংয়ে থাকে, সেগুলোর লিংক কখনও কখনও গুগলের সার্চে দেখা যায়—বিশেষ করে যদি তা কোনও ওয়েবসাইটে শেয়ার করা হয়ে থাকে।

OpenAI বলেছে, এসব চ্যাট ইন্ডেক্স হওয়া ছিল একটি পরীক্ষার অংশ।
এক মুখপাত্র জানান, “ChatGPT চ্যাটগুলো তখনই প্রকাশ্য হয় যখন আপনি শেয়ার করার সিদ্ধান্ত নেন। আমরা কীভাবে উপকারী চ্যাটগুলো সহজে শেয়ার করা যায় তা নিয়ে পরীক্ষা চালাচ্ছিলাম, যাতে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বজায় থাকে। সম্প্রতি আমরা ওই পরীক্ষা বন্ধ করেছি।”

গুগল জানিয়েছে, “গুগল বা অন্য কোনও সার্চ ইঞ্জিন নিয়ন্ত্রণ করে না কোন পৃষ্ঠা ওয়েবে প্রকাশ পাবে। এই নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রকাশকের।”

এদিকে OpenAI ইতোমধ্যে “পাবলিক শেয়ারিং” ফিচার সরিয়ে ফেলেছে। তবে এই ঘটনার পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—AI চ্যাটবটগুলোর সঙ্গে অনেক মানুষ গভীর ব্যক্তিগত আলাপ করছেন। অনেক ক্ষেত্রেই তা থেরাপির মতো পরামর্শ বা মানসিক চাপের নিরসন কেন্দ্রীক। ফলে সচেতন না হলে এসব আলাপ ফাঁস হয়ে যেতে পারে।

উপসংহার: এই ঘটনা দেখিয়েছে AI টুলের সঙ্গে আলাপ করার সময় সতর্কতা জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই প্ল্যাটফর্মগুলোর উচিত আরও স্পষ্টভাবে সীমারেখা নির্ধারণ করা, বিশেষ করে যখন ব্যবহারকারীরা অধিকাংশ সময় ‘ফাইন প্রিন্ট’ বা ছোট লেখা পড়েন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *