কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেয় কেরানীগঞ্জের বিভিন্ন থানা ও ওয়ার্ডের হাজারো নেতাকর্মী। ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবি এম কামাল হোসেনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও ঢাকা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-২ এর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, কর্মপরিষদ সদস্য ডা. শহিদুজ্জামান, কাজী বেলাল, আঃ রহিম মজুমদার, শ্রমিক নেতা মোঃ আমিনুল ইসলাম বুলবুল এবং ছাত্রশিবির ঢাকা জেলার সেক্রেটারি আবুল ফাত্তাহ তুর্য্য।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক শাহীনুর ইসলাম বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ফ্যাসিবাদী হামলা প্রমাণ করে সরকার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভয় পায়। দেশের জনগণ এই দমননীতি আর মেনে নেবে না। যেখানেই হামলার চেষ্টা হবে, জামায়াত তা প্রতিরোধ করবে।”
বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্ত্বর থেকে শুরু হয়ে কেরানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।