গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সমাবেশ ও মিছিলে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের’ সমর্থকদের হামলার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ (১৭ জুলাই) রাতে খুলনায় এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “যারা আমাদের নেতাদের উপর হামলা করেছে, হত্যার চেষ্টা চালিয়েছে এবং সমাবেশের মঞ্চ ধ্বংস করেছে—তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।”
পুলিশের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখনই কোনো জেলায় কর্মসূচি পালন করি, তখন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিই। গোপালগঞ্জ সফরের ক্ষেত্রেও তাই করেছি। এরপরও পুলিশের ভূমিকা আরও দৃঢ় ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম জারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক নেতাকর্মীরাও সেখানে অংশ নেন।
এর আগে গোপালগঞ্জে সহিংস ঘটনার পর এনসিপির একটি অংশ খুলনা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং অন্য অংশ একটি হোটেলে অবস্থান করেন।