ঢাকার দিয়াবাড়ি, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে ত্রুটিপূর্ণ বিমান, বিশেষ করে যুদ্ধবিমান, ঢাকা ও দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার এ রিট দায়ের করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
রিটকারী আইনজীবীরা জানান, বিচারপতি ফাহমিদা খাতুন ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
রিটে বিমান বাহিনীর অধীনে বর্তমানে কতগুলো ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং এসব বিমানের রক্ষণাবেক্ষণের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।
রিটে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনাও চাওয়া হয়েছে।