চট্টগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চট্টগ্রাম (আগ্রাবাদ বিভাগ) এর সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আবদুল আলিম এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের জুনিয়র ইউনিফর্মধারী কর্মচারী (সিপাহী) মো. শাহরিয়ার রহমান।

রোববার (২৭ জুলাই) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এক আদেশে সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল আলিমকে বরখাস্ত করে।

এর আগে, ২৪ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের পৃথক এক আদেশে ঘুষ নেওয়ার অনুরূপ অভিযোগে মো. শাহরিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

উভয় বরখাস্তের আদেশে বলা হয়, “সেবা প্রদানকারী প্রতিনিধি ও রপ্তানিকারক-আমদানিকারকদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই হয়েছে।”

আদেশে আরও উল্লেখ করা হয়, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘুষ গ্রহণের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *