চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, অভিযুক্ত তরুণী ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দেড় মাস ধরে তাকে পাশবিক নির্যাতন করে আসছিলেন।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর বাবা চান্দগাঁও থানায় অভিযোগ করলে পুলিশ বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ অর্ডার করে আনেন ওই তরুণী। এরপর বেল্ট দিয়ে সেটি শরীরে লাগিয়ে দেড় মাস আগে প্রথমবার ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক নির্যাতন করেন তিনি এবং সে দৃশ্য ভিডিও করে রাখেন। পরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘ দিন ধরে এই পাশবিক নির্যাতন চালিয়ে যান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত একই পোশাক কারখানায় চাকরি করেন এবং একই বাসায় বসবাস করতেন। ভুক্তভোগী বিবাহিত হলেও তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন, আর অভিযুক্ত অবিবাহিত।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি আফতাব আহমেদ।