চবির ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের কর্মী লাবিবা লামিয়া তানহার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।লাবিবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লামিয়া তার মা-বাবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি। চবির ইয়ং ইকোনমিস্ট সোসাইটি এবং ক্যারিয়ার ক্লাবেরও সদস্য ছিলেন। সকালে লামিয়াকে তার কক্ষে ওড়নার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার মা-বাবা।

সহপাঠীরা জানিয়েছেন, প্রথম বর্ষের পরীক্ষায় লামিয়া ছয়টি কোর্সে অকৃতকার্য (ফেল) হওয়ায় পরের শিক্ষাবর্ষে উঠতে (ড্রপ আউট) ব্যর্থ হন। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কদিন ধরে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী বলেন, আমরা দুপুর ১২টার দিকে খবর পাই। তখন পুলিশ ও মেডিকেলের এক নারী চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে দরজা বাইরে থেকে লক দেখে চাবি দিয়ে খুলে তারা লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা বলেন, আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লামিয়ার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *