ছক্কা মারার পরপরই ক্রিকেটারের মৃত্যু

খেলার মাঠে আহত হয়ে কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা এখন আর নতুন কিছু নয়। এর আগেও অনেক খেলোয়াড় খেলার মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এমন মর্মান্ত্বিক মৃত্যুর স্বাদ পাওয়াদের তালিকায় এবার যুক্ত হলেন পাঞ্জাবের ফিরোজপুরের তরুণ এক ক্রিকেটার।পেশাদার কোনো ক্রিকেট ম্যাচ নয়। ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা হচ্ছিল। ব্যাটিংয়ের সময় একটি ছক্কা মেরে হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন হরজিত সিং। তবে পরের বলটা আর খেলা হয়নি তার। পিচের মাঝখানে এসেই হুট করে বসে পড়েন হারজিত। এসময় তাকে দেখে নন স্ট্রাইকে থাকা আরেক ব্যাটারও বসে পড়েন। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি হারজিতের সমস্যা। বসা থেকেই হুট করে শুয়ে পড়েন হারজিত। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাকি ক্রিকেটাররা হারজিতের কাছে ছুটে যান। পরিস্থিতি বুঝতে পেরে তাকে নিকটস্থ হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এসময় তাকে সিপিআর দেয়ারও ব্যবস্থা করা হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি।হারজিতের মৃত্যুর সময়ে দূর থেকে খেলার ভিডিও করা হচ্ছিল। সেই ভিডিওর মধ্যেই উঠে আসে তার মৃত্যুর সময়ের মর্মান্ত্বিক ভিডিও।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *