জনগণের মতামতকে প্রাধান্য দিতে কালিন্দী ইউনিয়নের আয়োজনে “উন্মুক্ত ওয়ার্ড সভা ২০২৫-২০২৬” সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ

ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ (আগষ্ট) শনিবার সকালে কালিন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। 

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।  

উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান,  কালিন্দী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও কেরাণীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার,  উপজেলা তথ্য অফিসার শারমিন নিপা।

রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী,  যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা, কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান হীরা, মডেল থানা বিএনপি মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা,  বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক শামীম হোসেন, গণফোরাম কেরানীগঞ্জ মডেল থানা সভাপতি মাহফুজুর রহমান মাসুম, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি’র)  মডেল থানার সদস্য ইনজামুল হক প্রমুখ।  

সভায় স্থানীয় জনগণ কালিন্দী ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।  

এই সভার মাধ্যমে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *