জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত, বহু আহত

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়লে অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন বলে পুলিশ রোববার জানিয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ট্রেনটির দুটি বগি রিডলিংগেন ও মুন্ডারকিংগেন শহরের মাঝামাঝি লাইনচ্যুত হয়ে পড়ে। এই অঞ্চলটি জার্মানির ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ট্রেনটি সিগমারিংগেন ও উল্ম শহরের মধ্যে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) পথ অতিক্রম করছিল। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ (DPA) প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের বগিগুলো মূলত অক্ষত থাকলেও একে অপরের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে গেছে এবং পাশের দিকে উল্টে পড়েছে।

জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়চে বান (Deutsche Bahn) এক বিবৃতিতে জানিয়েছে, “অনেকেই আহত হয়েছেন” এবং তারা নিহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
তারা আরও জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনো পরিষ্কার নয় এবং বিষয়টি তদন্তে কর্তৃপক্ষকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *