জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার বদ্ধপরিকর: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম, ২৬ জুলাই ২০২৫ (শনিবার):

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে ‘গ্রিন শিপ ইয়ার্ডে’ রূপান্তর করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে আজ দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “হংকং কনভেনশন অনুসরণ করায় ইতোমধ্যে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ‘গ্রিন শিপইয়ার্ড’ সনদ পেয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান প্রক্রিয়াধীন রয়েছে। তবে যারা এখনো আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে পারছে না, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “পরিবেশ দূষণ রোধ এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। যেসব ইয়ার্ড এখনও মানদণ্ডে পৌঁছায়নি, তাদের সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশের বিষয়েও উপদেষ্টা কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, “জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকদের আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মালিকপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।”

নৌপরিবহন খাতে সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি নতুন জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই খাতের সক্ষমতা ও আয় বাড়াতে সহায়ক হবে।

পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ঘুরে দেখেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *