জুলাই-আগস্ট শহীদদের স্মরণে কেরানীগঞ্জে ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এক ব্যতিক্রমধর্মী ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র আনদোলনে আহত-নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণমূলক এই আয়োজনটি ছিল শহীদদের শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতের ভূমিকা তুলে ধরার অনন্য উদ্যোগ বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা দেলোয়ার হোসেন। তিনি সংক্ষিপ্ত বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এক নতুন রাজনৈতিক চেতনার সূচনা। শহীদদের আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। এবং বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও ঢাকা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহিনুর রহমান বলেন, আহত, নিখোঁজ ও শাহাদাত বরণকারী ভাইদের স্মৃতি জাতিকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা শূরা পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে আন্দোলনের বাস্তবচিত্র, শহীদদের আত্মত্যাগ ও ইতিহাস তুলে ধরা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মাধ্যমে অংশগ্রহণকারীদের হৃদয় স্পর্শ করে জুলাই আন্দোলন শহীদদের গল্প

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *