জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ উপলক্ষে বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের র‍্যালি

আবু শিহাবুত তালহা, শাজাহানপুর (বগুড়া) থেকে

জুলাই জাগরণ নব উদ্যামে বিনির্মান উপলক্ষে বগুড়া শেরপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, এইচআরডি সম্পাদক মানিক মিয়া, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদসহ থানার সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন,জুলাই জাগরণ আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় এই আন্দোলন ছিল যুগান্তকারী।

জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,শিবিরের প্রতিটি কর্মী এ ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন,জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী উচ্চারণ। শহীদের রক্তের ঋণ শোধের দায়িত্ব আমাদের কাঁধে। তাই আমরা শিবির কর্মীরা এই আদর্শিক জাগরণকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছি। নৈতিকতা, শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক প্রজন্ম গড়ে তুলাই আমাদের লক্ষ্য।

র‍্যালি ও সমাবেশ চলাকালীন নেতা-কর্মীদের উদ্দীপনামূলক স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *