জুলাই নিয়ে নতুন গান সায়ানের ‘‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু”

গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামের এ গানটি।

শফিকুজ্জামান শাওন এর সংগীত আয়োজনে সায়ানের কথা ও সুরে গানটি প্রযোজিত হয়েছে । সায়ানের নিজ কণ্ঠেই গানটি রেকর্ড করা হয়েছে এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।

গান প্রসঙ্গে এই গুনী শিল্পী বলেন, ‘একটা গানে খুব বেশি গল্প ধরে না। খুব বেশি ভালোবাসা ধরে না। খুব বেশি স্মরণ করা যায় না। খুব বেশি সম্মান ধরে না। তবু গানই এখনো আমার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়, নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান…সব কিছু প্রকাশের মাধ্যম।’

অন্তর্জালে উন্মুক্ত হওয়ার পর গানটি নিয়ে অনেকেই প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ‘গানটির প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু।’ আরেকজন লেখেন, ‘চোখের পানি ধরে রাখতে অক্ষম আমি। কারণ এখনো রয়েছে কলিজায় বাংলাদেশ।’ আরেক শ্রোতা লিখেছেন, ‘আমি জুলাই বিক্রি করি না। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বলার জন্য।’

গানটি নিয়ে শ্রোতাদের উদ্দেশে ইউটিউবের এক মন্তব্যে সায়ান লিখেছেন, ‘আপনাদের সমর্থন এবং ভালোবাসা সব সময়ই আমার যাত্রায় আমাকে শক্তি জোগায়। আপনাদের অসমর্থন এবং সব রকমের মতামতও আমাকে সব সময় ভাবায় এবং আমার যাত্রাকে সমৃদ্ধ করে। সব মিলিয়ে আমার এই গান বাজনা, কবিতা, প্রতিবাদ ইত্যাদির যাত্রাতে আপনাদের অংশগ্রহণ আমার সব প্রয়াসকে অর্থবহ করে। আমি তার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আগামীতেও আমার গান কবিতা এবং প্রতিবাদ, এখানে থাকবে, আপনারাও সেই যাত্রায় স্ব-আগ্রহে থাকবেন এই আমার আশা।’ (সুত্র- ইত্তেফাক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *