শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারকে সম্মাননা চেক বিতরণ
ডেস্ক রিপোর্ট :
ঢাকা, ২৬ জুলাই ২০২৫:
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শনিবার রাজধানীর পেট্রোবাংলা ভবনের ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব *মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) **জনাব মো: আমিন উল আহসান। সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান *জনাব মো: রেজানুর রহমান।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পেট্রোবাংলার ইমাম ক্বারী মাওলানা মোঃ আব্দুল হাই। এরপর বিভিন্ন বক্তা জুলাই আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনায় অংশ নেন।
আহত জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ বলেন, “পুলিশ আমার হাতে বন্দুক ঠেকিয়ে গুলি করে, আমার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ভেবে আমাকে গাড়িতে তোলা হয়, পরে ভাইয়েরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।”
নিহত ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমার ছেলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিল, চাকরির স্বপ্ন ত্যাগ করে। এ ধরনের স্মরণসভায় এসে আমি কৃতজ্ঞ বোধ করি, যদিও হৃদয় রক্তাক্ত হয়।”
প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব জাতির জন্য একটি মাইলফলক। শহীদদের আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশে এখনো সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের শক্তিশালী অবস্থান রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের আন্দোলন আমাদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “দেশে ভালো মানুষের সংখ্যা বেশি। আমাদের দায়িত্ব হলো খারাপদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।”
বিশেষ অতিথি জনাব মো: আমিন উল আহসান বলেন, “আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাহলে বৈষম্য, দুর্নীতি কিংবা অধিকার লঙ্ঘনের কোনো সুযোগ থাকবে না।”
অনুষ্ঠানে জুলাই শহীদ ১৬টি পরিবার এবং একজন আহত যোদ্ধার মাঝে এক লাখ টাকা করে মোট সতেরো লাখ টাকার সম্মাননা চেক বিতরণ করা হয় বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে।
সভাপতির বক্তব্যে জনাব মো: রেজানুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের চেতনা আমাদের পথ দেখাক। শহীদদের স্মরণ করে আমরা যেন দেশ গঠনে অবদান রাখি।”
অনুষ্ঠান শেষে মাওলানা গাজী সানাউল্লাহ পরিচালিত বিশেষ দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।