জুলাই শহিদদের রক্তের ঋণ সততা ও দক্ষতায় পরিশোধ করতে হবে” — তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ঋণ আমাদের ওপর বর্তায়। এই ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।”

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত বছর আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতির সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হলে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।”

তথ্য সচিব বলেন, “দেশ গড়ার কাজ আমাদের সামনে অপেক্ষা করছে। এই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বিশেষ করে গুজব ও অপপ্রচার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। একে প্রতিহত করতে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও দক্ষ ও সজাগ থাকতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা সঞ্চালনা করেন উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *