জুলাই সনদে রাজি বিএনপি, মানছে না জামায়াত-এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’- এর খসড়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। খসড়ায় উল্লেখিত অঙ্গীকারসমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়েও একমত দলটি। তবে, নির্বাচনের আগেই সনদের কিছু বিষয় বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে জামায়াত। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার ছাড়া দলটি সনদে সই করবে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে দলগুলোর নেতারা খসড়া নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ গতকাল আলোচনার শুরুতে বলেছেন, আগামীকাল বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে সনদের বিষয়টি চূড়ান্ত করতে চায় কমিশন।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের সংলাপের বিরতিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন সাংবাদিকদের বলেন, আলোচনার প্রক্রিয়া নিয়েই আলোচনা হয়নি। অথচ হঠাৎ করে খসড়া প্রকাশ করা হলো, যা আমাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র বিরোধিতা করছি।  

তিনি আরও বলেন, যেসব বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।  

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে জাবেদ রাসিন জানান, কয়েক দিন ধরেই ‘র‍্যাংক চয়েজ’ পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগ থেকে দুজন সদস্য যুক্ত করে মোট সাত সদস্যের একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। তিনি দাবি করেন, এই প্রস্তাবে এনসিপিসহ অধিকাংশ দল একমত হলেও বিএনপি ও কিছু মিত্র দল আপত্তি জানিয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *