গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নারীর নাম তাসনিম সিদ্দিক জ্যোতি। তিনি চুয়াডাঙ্গার মেয়ে, ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, তাসনিম মহাসড়কের পাশের ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন একটি খোলা ম্যানহোলে পড়ে যান। আশপাশের লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “খবর পেয়ে আমরা রাতেই উদ্ধার কাজ শুরু করি। ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং লাগাতার বৃষ্টির কারণে পানিতে ভরা।”
রবিবার (২৮ জুলাই) দুপুর ১টা পর্যন্তও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুল্লাহ রহমান বলেন, “একজন নারী ম্যানহোলে পড়ে গেছেন— এমন খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”