হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর এবং দুর্ঘটনার সময় তিনি বেগুনি বোরকা পরেছিলেন।
পথচারী রফিকুল ইসলাম, যিনি আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, জানান—দুর্ঘটনাটি কাওলার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঘটে, যেখানে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
জানা গেছে, ওই নারী রাইড শেয়ারিং মোটরসাইকেলে ছিলেন। ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
মোটরসাইকেল চালক সামান্য আঘাত পেলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রথমে আহত নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে।