গণমঞ্চ ডেষ্ক-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।
এই প্রসঙ্গে অনুসন্ধানে ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ৩ জুলাই প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
‘Fariha Nishat’ এর পোস্টটি হলো-
“Tasnim Jara আপুর সাথে আমার তোলা সেই রিয়েল ছবি vs. বিকৃত করা ছবি।
কাউকে হেনস্তা করার জন্য, ছোট করার জন্য অনলাইনে মিথ্যা প্রপাগাণ্ডার চর্চা বেড়ে গেছে। আপনারা অনেক হয়তো ছবিটি দেখে প্রথম অবস্থায় বুঝতে পারেননি এইটা এডিট ছিলো। বাংলাদেশের বহুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই রিয়েল ছবিটি না দেখলে ও বিকৃত করা ছবিটি দেখেছেন। অনেকেই আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এবং ইন্সটাগ্রামে মেসেজ করেছেন যারা রিয়েল ছবি সম্পর্কে অবগত।
মানুষ কতটা নিচে নামতে পারলে এই প্রপাগাণ্ডা ছড়ায় আমার ধারণা নেই, বিষয়টা ২/৫ জন বা ১০০/২০০ রিয়েক্ট বা ভিউয়ের জন্য হলে মেনে নেওয়া যেত। কিন্তু বিষয়টা এখন কয়েক হাজার রিয়েক্ট এবং মিলিয়ন ভিউয়ের কাছাকাছি। এই মুহুর্তে আমার ইমেজ কতটা ডাউন হয়েছে এবং আমি কি পরিস্থিতিতে আছি একান্তভাবে আমিই জানি। এডিট করা ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত করতে ও আমার খুব দ্বিধাবোধ হচ্ছে। কারন বাংলাদেশের অনেক সাধারণ জনগণ আছে যারা AI সম্পর্কে জানেই না। স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, সিনিয়র, জুনিয়র এবং শিক্ষকরাও দেখেছেন এবং জানতে চাচ্ছেন। কিন্তু আমি কি উত্তর দিবো ভেবে পাইনা। আমাদের সমাজে নারীদেরকে এখনো এমনভাবে হেনস্থা হতে হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে এর কি প্রভাব পড়তে পারে হয়তো বুঝতে পারবেন না আপনারা।
যাই হোক আপনাদের জানার সুবিধার্থে দিলাম, মানুষ অন্তত রিয়েলটা ও দেখুক জানুক।”

পরবর্তীতে ফারিহা নিশাতের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে, গত ৮ ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি দুইটির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা এবং ফারিহা নিশাতের পোশাকে পার্থক্য রয়েছে।
এ ছাড়া ভাইরাল ছবিতে তাসনিম জারার হাতের আঙুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বর্তমানে বিভিন্ন এআই টুলের মাধ্যমে ছবির প্রেক্ষাপট অপরিবর্তিত রেখে পোশাক বা নির্দিষ্ট উপাদান সহজেই পরিবর্তন করা সম্ভব। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ভাইরাল ছবিটিও এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে বলে প্রতীয়মান হয়।
সুতরাং, তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত আলোচিত ছবিটি সম্পাদিত।