ভারতের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের প্রভাবে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এ কারণে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে, রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘণ্টায় ভারতের কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় পানির স্তর আরও বাড়বে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে।
এছাড়াও আগামী তিন দিনের মধ্যে রংপুর বিভাগ ও এর পার্শ্ববর্তী উজানে আরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা নদীর পানি হাতীবান্ধার তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তিস্তা তীরবর্তী এলাকার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছে।