তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজ বুধবার (২ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ভারতের দালালি ও গোলামির দিন শেষ—এটাই আগামীর বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, দেশ, মর্যাদার বাংলাদেশ।তিনি আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, নিজেদের দেশপ্রেমের জায়গা ও দায়িত্ববোধ থেকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা কখনও ক্ষমতার মসনদে বসতে চাইনি। কিন্তু সময়ের প্রয়োজনে দল গঠন করেছি। কারণ বিকল্প ও তরুণ নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ এগিয়ে যাবে না, গণঅভ্যুত্থান সফল হবে না।

এর আগে পথসভায় তিনি বলেন, নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে এনসিপি।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টের পুনরাবৃত্তি হলে ৫আগস্টেরও পুনরাবৃত্তি হবে।উল্লেখ্য, আজ সকাল থেকে কুড়িগ্রাম উপজেলার গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা জনসংযোগে বের হয়েছেন। পথে পথে তাদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *