দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে সেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ থেকে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে রাজনৈতিক পরিচয়ধারী তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সোনাই ওরফে চান্দা সোনাই, যিনি বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, এবং আলমগীর ও আমির হোসেন, যারা ঢাকা জেলা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

ডিবি পুলিশের বরাত দিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগরের কদমতলী গোলচত্ত্বর এলাকায় অভিযান চালানো হয়। বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালানোর চেষ্টা করে। তবে তিনজনকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির দুই হাজার তিনশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধৃতরা দীর্ঘদিন ধরে কদমতলী এলাকায় রাস্তার দুই পাশের প্রায় ৫০ থেকে ৬০টি ভাসমান (অস্থায়ী) দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা তুলতো। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি প্রদান করতো। এমনকি এলাকার সাধারণ মানুষও তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চাঁদাবাজির অর্থ তারা নিজেদের মধ্যে এবং আরও কিছু সহযোগীর মাঝে ভাগ করে নিত। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫ জন পালিয়ে গেছে, যাদের শনাক্ত করার কাজ চলছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান থাকবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *