দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগসহ ৫ নেতাকর্মী আটক

দক্ষিণ কেরানীগঞ্জে সরকারবিরোধী মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বোমা সদৃশ কৌটা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—কোন্ডা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম ওরফে কামাল, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ ওরফে ওয়াসিফ, বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজুল হক, বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর ওরফে আবিদ খান বাবু এবং কোন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
২২ জুলাই (সোমবার) রাত ৯টার দিকে কোন্ডা ইউনিয়নের কাজিরগাঁও-ব্রাহ্মণগাঁও রাস্তার মোড়ে সরকারবিরোধী মিছিল চলাকালে তাদের আটক করা হয়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তারুজ্জামান বলেন,
“আটককৃতরা সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। তাদের কাছ থেকে বোমা সদৃশ একটি কৌটা, বিস্ফোরক দ্রব্য তৈরির কিছু উপকরণ ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও জানান,
“আটক পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”
এদিকে এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *