দোহার (ঢাকা), ২৩ জুলাই ২০২৫:
সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার তদন্তে ঢাকার দোহার থানা পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দোহার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরশাফুল আলম (পিপিএম) এর নির্দেশনায়, দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলীর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুজ্জামান মিয়া, এসআই (নিঃ) হুমায়ুন কবির, এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১। মোঃ আসলাম খান (৬০), রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, পিতা-মৃত কালু মেম্বার ও মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-রাইপাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা।
২। বাদশা ফাহাদ (২১), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি, পিতা-ফারুক মাঝি, মাতা-তাহমিনা ফারুক, সাং-মাঝিপাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা।
তাদের বিরুদ্ধে দোহার থানায় দায়েরকৃত মামলা নম্বর ১৮, তারিখ ২০/০৭/২০২৫, ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দোহার থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।