নরসিংদী জেলা প্রতিনিধি
দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পদযাত্রা ও সমাবেশ শুরর আগে জেলায় গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার দুপুরে শহরের বাসাইলের ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদী ক্লাবে দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জেলার ২২ জন শহীদের পরিবারের দুজন করে সদস্য এই মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে নাহিদ ইসলাম তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির নেতা–কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাহিদ ইসলাম ও সারজিস আলম গাজীপুর থেকে নরসিংদী শহরে এসে ডাকবাংলোয় রাত যাপন করেন। আজ সকালে তাঁরা নেতা–কর্মীসহ বেলাব উপজেলার প্রতœস্থান উয়ারী–বটেশ্বর যান। সেখান থেকে ফিরে বেলা দুইটায় নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এনসিপির নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জানান, বিকেল পাঁচটায় নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুর হয়েছে। ওই পদযাত্রা এসে থামবে শহরের পৌরসভার সামনে। সেখানে সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব রকম প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা। নাহিদ ইসলাম, সারজিস আলম, সামান্তা শারমিন ও তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে নরসিংদীতে এসে পৌঁছেছেন।