এবার মধ্যরাতে গার্ডদের বেঁধে রেখে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ট্রাক ভরে অনেক মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত শহরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত মিলটিতে চলে ডাকাতি।সরেজমিন দেখা গেছে, ডাকাতির খবর ছড়িয়ে যাওয়ায় মিলটির সামনে ভিড় করছে উৎসুক জনতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তারা তদন্ত শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান জানান, গভীর রাতে একদল ডাকাত মিলটিতে ট্রাক নিয়ে প্রবেশ করে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে রেখে মিল হাউজ, ওয়ার্ক সপ, মেকানিক্যাল, ইলেকট্রিক ও ল্যাবরোটরি অফিসের মুল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে চলে যায়। তবে কী পরিমাণ বা কত টাকার মালামাল লুট হয়েছে তা অবশ্য জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলছে। তদন্তের পর কি পরিমাণে মালামাল লুট হয়েছে, তা জানা যাবে। এ কাজের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।