নির্বাচনে থাকছেনা শাপলা মার্কা

জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে গত ২২ জুন ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবং তারা তাদের জুলাই পদযাত্রার প্রচারণায় ও শাপলা মার্কার কথা জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন।

এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকেও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভোটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *