আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ পর্যবেক্ষকদের জন্য “নির্বাচন পর্যবেক্ষণ নির্দেশিকা ২০২৫” প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের প্রতিনিধিদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরদিন—মোট তিন দিন পর্যন্ত পর্যবেক্ষণে নিয়োজিত রাখতে পারবে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, পর্যবেক্ষক হতে হলে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, ন্যূনতম ২১ বছর বয়স থাকতে হবে এবং এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
নতুন এই নির্দেশিকা ২০২৩ সালের পুরোনো নীতিমালাকে বাতিল করে প্রণয়ন করা হয়েছে। এর ফলে আগে অনুমোদনপ্রাপ্ত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়েছে।
নিয়ম অনুযায়ী, পর্যবেক্ষক হতে হলে অবশ্যই ইসি-অনুমোদিত কোনো সংস্থার মনোনীত প্রতিনিধি হতে হবে। যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা যেসব ব্যক্তির কোনো প্রার্থীকে নিয়ে ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ রয়েছে, তারা পর্যবেক্ষক হতে পারবেন না।
এছাড়া, পর্যবেক্ষকরা যে আসনে দায়িত্ব পালন করবেন, সেই এলাকার ভোটার বা বাসিন্দা হওয়া যাবে না।
শুধুমাত্র নিবন্ধিত সংস্থার প্রতিনিধিরাই ভোট পর্যবেক্ষণ করতে পারবেন এবং তা করতে পারবেন শুধুমাত্র নির্বাচন ঘিরে তিন দিনের নির্ধারিত সময়ে।
ইসি সচিবালয়ের সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, ২০২৫ সালের নির্দেশিকায় বেশ কিছু নতুন বিধান যুক্ত হয়েছে।
তিনি বলেন, “এই নির্দেশিকায় একদিকে যেমন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হয়েছে, অন্যদিকে ন্যূনতম বয়সসীমা কমানো হয়েছে।”
তিনি আরও জানান, ১২তম সংসদ নির্বাচনের জন্য অনুমোদিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বর্তমানে বাতিল করা হয়েছে।