জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১৬-১৭ বছরে দেশের মানুষ যে দুঃশাসন, নির্যাতন ও অপকর্ম দেখেছে, সেই পথে তারা আর ফিরতে চায় না। মানুষ পরিবর্তন চায়।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র গড়া; যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, জুলুম ও শোষণ। থাকবে ন্যায়বিচার, ইনসাফ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। শাসক হবে সেবক, শোষক নয়।
গতকাল বুধবার বিকেল ৫টায় শিরোমণি হাফিজিয়া মাদরাসা অডিটোরিয়ামে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের ভোট কেন্দ্র পরিচালক, থানা পরিচালক ও সদস্য সচিব, ইউনিয়ন পরিচালক ও সদস্য সচিব এবং আসন কমিটির প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংসদ হলো পার্লামেন্ট-আইনসভা। যেখানে রাষ্ট্র কিভাবে চলবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে, দেশের উন্নতি অগ্রগতি কেমন হবে, দেশের অর্থ ব্যবস্থা কেমন হবে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালিত হবে। অথচ আমাদের দেশের শাসকগণ ক্ষমতায় গিয়ে এ সব ভুলে নিজেদের পকেট ভারী করতে সীমাহীন লুটপাট ও দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও জুলুম-নির্যাতন করে থাকে। ফলে দেশের মানুষ রাষ্ট্র থেকে কাঙ্ক্ষিত সেবা পায় না। একটা দেশের উন্নতি অগ্রগতি নির্ভর করে তার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থার শৃঙ্খলার ওপর। কিন্তু গত ৫৪ বছরে কোনো সরকারই এ দেশের টেকসই উন্নয়ন করতে পারেনি। আপনারা জানেন গত জোট সরকারের আমলে জামায়াতের ২ জন মন্ত্রী ছিল কিন্তু ২টা মন্ত্রণালয়ে আলহামদুলিল্লাহ একটিও দুর্নীতির রেকর্ড নাই সুতরাং টেকসই উন্নয়ন বাংলাদেশ গড়তে সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই।