নীলফামারীতে জমিতে জোরপূর্বক আমন চারা রোপন করে জবর দখলের চেষ্টা 

নীলফামারী থেকে

নীলফামারীর এক পল্লীতে অসহায় কৃষকের পৌত্রিক জমিতে জোরপূর্বক আমনের চারা রোপন করে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে, ২১ জুলাই সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ক্ষুদিটারী গ্রামের কৃষক মোফাচ্ছেল হোসেনের পৌত্রিক জমিতে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোফাচ্ছেল হোসেন তার পৌত্রিক সূত্রে দীর্ঘদিন থেকে এই জমি চাষাবাদ করে আসছে। এই জমি নিয়ে আব্দুস ছামাদ গংদের সাথে বিবাদ চলে আসছে কিন্তু হঠাৎ স্থানীয় সালিশকে অমান্য করে আব্দুস ছামাদ (৩৭), তহিবুর রহমান (৪৪), আফজাল হোসেন (৭০), সামছুল হোসেন (৪৫), তহিদুল ইসলাম (৪১), হাসানুর রহমান (৪০), সুমন মিয়া (১৯) সহ ভাড়িয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে কচুকাটা মৌজার ৬৬২৫ দাগে ১৯ শতক জমিতে আমনের চারা রোপন করে জমি জবর দখল করার চেষ্টা করে। এসময় চারা রোপনে বাধা দিতে গেলে আব্দুস ছামাদ ও সুমন মিয়া মারার জন্য ছুটে আসে মোফাচ্ছেলের উপর এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ প্রাণ বাচান বলে জানান।

পরে এ বিষয়ে নীলফামারী সদর থানা মোফাচ্ছেল হোসেন বাদী হয়ে আব্দুস ছামাদসহ ৭জনের নামে অভিযোগ দায়ের করেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *